মুন্সীগঞ্জের গজারিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা

0 ৩৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিবেদক

আটক কাঠমিস্ত্রির নাম ইয়াসিন (৪৫)। তিনি গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া পূর্ব নয়াকান্দি গ্রামের দেলোয়ার হোসেন কুট্টির ছেলে বলে জানা গেছে।


পুলিশ জানায়, সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই শিশুটি বাড়ির পাশে একটি দোকানে কেক কেনার জন্য যায়। এ সময় ওই দোকানে বসে ছিলেন ইয়াসিন। কেক কিনে বাড়ি ফেরার পথে নির্জন জায়গায় শিশুটিকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটির চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে সেখান থেকে ইয়াসিন কৌশলে পালিয়ে যান।


এদিকে ঘটনাটি জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অভিযুক্ত ইয়াসিনের শাস্তির দাবিতে এলাকার রাস্তায় নেমে আসে অনেক মানুষ। এলাকাবাসী একজোট হয়ে ইয়াসিনের বাড়ি-ঘরেও হামলা চালাতে পারে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে অভিযুক্ত ইয়াসিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, এ ঘটনায় অভিযুক্ত ইয়াসিনকে রাত সাড়ে ১১টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগে মামলা দিয়ে কোর্টে চালান করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.