রাজধানীর পল্লবীতে এক নারী সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণ
গ্রেপ্তার দুজন হলেন- এনামুল হক (৩৮) ও মহিদুর রহমান (৫০)।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, পল্লবীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আটজনের নামসহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।