আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার মহিলা লীগের সদস্য দুই দিন করে রিমান্ড মঞ্জুর

0 ২০

আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার মহিলা লীগের সদস্য দুই দিন করে রিমান্ড মঞ্জুর

 

নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ ২০২৫
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লাবনী চৌধুরীসহ (৩২) তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মোহাম্মদপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা এ মামলায় রিমান্ডে নেওয়া অপর দুই আসামি হলেন, রাজু আহম্মেদ (২৮) ও সিরাজুল ইসলাম (৪২)। 

শনিবার (২২ মার্চ) তাদেরকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে পাঁচ দিন করে রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

আসামি পক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি তাদের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্র পক্ষে তাদের জামিনের বিরোধিতা করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আসামিদের জামিন নামঞ্জুর করে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, গতকাল ২১ মার্চ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী ও সমর্থকদের একটি মিছিল বের হলে স্থানীয়রা ধাওয়া করে তিন জনকে আটক করে পুলিশে দেয়। পরে ৭ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত নামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মো. সাইদুর রহমান।

মামলার এজাহারে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুষ্কৃতিকারীরা বাংলাদেশ ছাত্রলীগ লেখা ব্যানারে শেখ হাসিনার নামে মামলা ও বিচার মানি না, মানবো না বলে বিভিন্ন স্লোগান দেয়। এছাড়া উসকানিমূলক স্লোগান দিয়ে আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড গতিশীল ও সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত করার উদ্দেশ্যে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করে।

Leave A Reply

Your email address will not be published.