ফাঁকা গুলি করে গরু ব্যবসায়ীর কাছ থেকে ৭৮ লাখ টাকা ছিনতাই

0 ৪৫

ফাঁকা গুলি করে গরু ব্যবসায়ীর কাছ থেকে ৭৮ লাখ টাকা ছিনতাই

 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি করে তিন গরু ব্যবসায়ীর কাছ থেকে ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার গোড়াই-সখীপুর সড়কের মির্জাপুরের বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীরা হলেন রাজশাহীর পবা উপজেলার বিন্দারামপুর গ্রামের পিয়ারোল, লিটন মিয়া, মনিরুল ও জেবেল মিয়া।

এলাকাবাসী জানান, জেলার বৃহৎ কাইতল্যা গরুর হাট (মির্জাপুর উপজেলা) ছিল আজ। ব্যবসায়ীরা পশু কেনাবেচা শেষে ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফিরছিলেন। পথে মির্জাপুরের বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ৮-১০টি মোটরসাইকেল ও একটি মাইক্রোবাস তাঁদের গাড়িটির গতিরোধ করে। এ সময় গতিরোধকারীরা এলোপাতাড়ি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। তারা গাড়ির কাচ ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীদের সঙ্গে দুটি ব্যাগে থাকা ৭৮ লাখ টাকা ব্যাগসহ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।

খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) রেজওয়ান মাহাবুব সিদ্দিকী ও মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনাস্থলে যান। তাঁরা সেখানে ব্যবসায়ীসহ স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।

ব্যবসায়ী পিয়ারোল জানান, ছিনতাইকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে তাঁরা ভয় পেয়ে যান। তাঁদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে তারা চম্পট দেয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের জন্য পুলিশের কয়েকটি দল পৃথকভাবে কাজ শুরু করেছে।

 

Leave A Reply

Your email address will not be published.