উত্তাল নেপাল দেশে ফেরাতে হবে আড়াইশো বছর পুরনো ‘রাজতন্ত্র’

0 ৩২

উত্তাল নেপাল দেশে ফেরাতে হবে আড়াইশো বছর পুরনো ‘রাজতন্ত্র’

 

আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল ২০২৫

১৯ বছর আগে ক্ষমতা হারানো এক রাজাকে ফের মসনদে ফেরানোর দাবি। উত্তাল নেপাল। দেশে ফেরাতে হবে আড়াইশো বছর পুরনো ‘রাজতন্ত্র’। ফিরিয়ে দিতে হবে হিন্দু রাষ্ট্রের মর্যাদা। এই দাবি সামনে রেখে শুক্রবার কাঠমান্ডুতে আন্দোলনে নামে রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি। নেপথ্যে নেপালের ক্ষমতাচ্যুত রাজা জ্ঞানেন্দ্র শাহ। পুলিশ-জনতা সংঘর্ষে রক্তপাত, প্রাণহানি এড়ানো যায়নি।

১৭ বছরে ১৩টি সরকার। ঘুরিয়ে ফিরিয়ে নেপাল শাসন করেছে ইউনিফায়েড কমিউনিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি অফ নেপাল এবং নেপালি কংগ্রেস। প্রজাতান্ত্রিক নেপালের প্রথম প্রধানমন্ত্রী হন মাওবাদী নেতা পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ড। পরে হাত বদলে একে একে ক্ষমতা পান মাধব কুমার থেকে কেপি শর্মা ওলি। তিনিই এখন ক্ষমতায়। যার বিরুদ্ধে রয়েছে পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ। নাগরিক সমাজের একাংশের অভিযোগ, ঘনঘন ক্ষমতা হস্তান্তরের কারণে দুর্বল হয়েছে দেশের প্রশাসনিক কাঠামো। ধস নেমেছে অর্থনীতিতেও। তাই, দ্বিদলীয় ব্যবস্থা থেকে অতীতের রাজতন্ত্রে ফেরার পক্ষপাতি নেপালের একাংশ। এমনকি হিন্দুরাষ্ট্রের তকমা মুছে ২০১৫ সালে যে ধর্মনিরপেক্ষতার পরিচয় নেপাল অর্জন করে, তারও পরিবর্তন চাইছেন অনেকে।

 

Leave A Reply

Your email address will not be published.