পটুয়াখালী জেলা যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

0 ৩৫

পটুয়াখালী জেলা যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

 

নিজস্ব প্রতিবেদক

 

পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মশিউর রহমান পলাশ এর মাদক (ইয়াবা) সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর ৪ মিনিট ২ সেকেন্ড এর ভিডিওতে দেখা যায় একটি কক্ষে বসে মশিউর রহমান পলাশ ইয়াবা সেবন করছেন। ভিডিও বিশ্লেষণ করে বোঝা যায় পলাশ এর সাথে থাকা কোন ব্যক্তি ভিডিওটি তার অজান্তে রেকর্ড করেছেন।

এদিকে পলাশের বিরুদ্ধে আগে থেকেই মাদক সেবন ও বিক্রির অভিযোগ থাকলেও তা নিয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিলো না। তবে মাদক সেবনের ভিডিও প্রকাশ পাওয়ার পর তা পুরো জেলা জুড়েই বাউফল উপজেলা যুবদলের এই সিনিয়র নেতাকে নিয়ে চলছে নানামুখী আলোচনা।

এদিকে ভিডিও প্রকাশের পরপরই পটুয়াখালী জেলা যুবদল কিছুটা বিব্রত অবস্থার মধ্যে পরেছে। এ বিষয়ে সাংগঠনি পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রের সাথে যোগাযোগ শুরু করেছেন।

পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন বলেন, যুবদলে কোন মাদকসেবী কিংবা সন্ত্রাসীদের জায়গা হবে না। আমি ভিডিওটি দেখেছি এ বিষয়ে কেন্দ্রকে অবহিত করা হয়েছে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গত ৫ আগস্ট পরবর্তী সময় পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি ও যুবদলের নাম করে মশিউর রহমান পলাশ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়। যার ফলে দলের ভাবমূর্ত ক্ষুণ্ন সহ পলাশকে নিয়ে বিএনপি’র নেতাকর্মীরাও বিব্রত অবস্থার মধ্যে পড়েন।

Leave A Reply

Your email address will not be published.