কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার সুযোগ নেই
কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার সুযোগ নেই
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার সুযোগ নেই বলে সাফ জানিয়েছে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম। রোববার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, কারও ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হবে না হেফাজতে ইসলাম।
বিএনপির সঙ্গে শনিবারের বৈঠক নিয়ে এ প্রতিক্রিয়া জানায় সংগঠনটি। এতে বলা হয়, বিএনপির সঙ্গে বৈঠক ইস্যুতে একতরফা বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
এর আগে শনিবার সকালে হেফাজতের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তেই দেশের বর্তমান পরিস্থিতি ও কিছু জরুরি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন তারা। এর অংশ হিসেবেই শনিবার বসেছেন বিএনপির সঙ্গে।
সেখানে, বিএনপির কিছু কর্মকাণ্ডে দেশবাসী ও ওলামায়ে কেরামের অসন্তুষ্টির কথা দলটিকে জানানো হয়েছে বলে জানান মাওলানা আজিজুল। তিনি জানান, অন্যান্য দলের সঙ্গেও এমন বৈঠক হবে।
গত শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।
পরে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন, সে বিষয়ে বিএনপির সঙ্গে একমত হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।’