ডিজিএফআই অফিসার হত্যা মামলায় আরসা প্রধানসহ ১০ জন কারাগারে

0 ২৪

ডিজিএফআই অফিসার হত্যা মামলায় আরসা প্রধানসহ ১০ জন কারাগারে

বিজয় ত্রিপুরা ,জেলা প্রতিনিধি , বান্দরবান 

ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় আরসা প্রধানসহ ১০ জন কারাগারে

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ডিজিএফআই কর্মকর্তাকে হত্যার মামলায় মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীসহ ১০ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৭এপ্রিল) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক অরুণ পাল তাদের জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

আসামিরা হলেন, আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী, মাস্টার দিল মোহাম্মদ, জামাল হোসেন, মো.সাইফুল্লাহ, হাফেজ এহাসান ওরফে হাফেজ সোলেইমান, মো.সোহাইল, ফয়েজুল ইসলাম, রমজান আলী, নোমান চৌধুরী ও মৌলভি হামিদ উল্লাহ।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৪ নভেম্বর বিকেল ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার নাইক্ষ্যংছড়ি তমব্রু মধ্যম পাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানকালে আরসা প্রধান জুনুনীর নির্দেশে যৌথবাহিনীর সদস্যদের হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হয়। যৌথবাহিনীর সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি ছোড়েন। প্রায় ৪৫ মিনিট গোলাগুলির একপর্যায়ে জুনুনীর ছোড়া গুলিতে নিহত হন স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশাদী। এসময় আরও কয়েকজন আহত হন।

ডিজিএফআই কর্মকর্তা হত্যা মামলায় আরসা প্রধানসহ ১০ জন কারাগারে

এ ঘটানয় ২০২২ সালের ২৩ নভেম্বর সিকিউরিটি অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর (এএসআই) মোহাম্মদ আনোয়ার হোসেন বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় ৫২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন অভিযানে আটক জুনুনীসহ ১০ জনকে আদালতে হাজির করা হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের অতিরিক্ত সরকারি কৌসুঁলি জয়নাল আবেদিন ভুঁইয়া সত্যতা নিশ্চিত করে জানান, ডিজিএফআই কর্মকর্তা রিজওয়ান রুশাদী হত্যা মামলায় আরসা প্রধান জুনুনীসহ ১০ জনকে আদালতে হাজির করা হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন

Leave A Reply

Your email address will not be published.