বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক

0 ২৯

 বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক

 

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা প্রতিষ্ঠান কেএফসি ও বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। 

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. আহসান হাবিব বলেন, আটককৃতদের সোনাডাঙ্গা থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটক করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় কিছু লোক নগরীর ময়লাপোতা মোড়ে কেএফসিতে ভাঙচুর ও লুটপাট চালায়। এরপর নগরীর শিববাড়ি মোড়ে বাটার শোরুমে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

 

Leave A Reply

Your email address will not be published.