বাংলা নববর্ষ আয়োজনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর

0 ২৭

বাংলা নববর্ষ আয়োজনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর

 

নিজস্ব প্রতিবেদক

 

চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে দেশের সব মাদরাসায় দুই দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। চাকমা, মারমাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষও এই উদযাপনের অংশ হিসেবে বিবেচনায় নেয়া হবে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। আদেশটি সরকারি তিনটি মাদরাসার অধ্যক্ষ এবং দেশের সব বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বুধবার সন্ধ্যায় উপপরিচালক মোহাম্মদ আরিফুর রহমান মজুমদার গণমাধ্যমকে জানান, `শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে প্রাপ্ত নির্দেশনার আলোকে চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ উদযাপনের বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, মাদরাসাগুলোকে নিজস্ব ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করতে হবে।’

 

Leave A Reply

Your email address will not be published.