প্রেমিক যুগলকে আটকে রেখে মুক্তিপণ দাবি: রিসোর্ট মালিক আটক

0 ৫৭

প্রেমিক যুগলকে আটকে রেখে মুক্তিপণ দাবি: রিসোর্ট মালিক আটক।

বিজয় ত্রিপুরা বান্দরবান প্রতিনিধ।

লামা পৌরসভার শীলেরতুয়া এলাকায় একটি অনিয়ন্ত্রিত রিসোর্টে প্রেমিক যুগলকে আটকে রেখে টাকা দাবির অভিযোগ উঠেছে। গত ৯ এপ্রিল বিকেলে ওই যুগলকে মারধর করে অভিভাবকদের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রেমিক যুগল ও রিসোর্ট মালিক হাসান মাহমুদকে আটক করেছে।

 

প্রেমিক মাহি (২২) জানায়, সে তার বান্ধবীকে নিয়ে রিসোর্টে ঘুরতে গেলে সেখানে পূর্বপরিচিত দুই যুবক তাদের লক্ষ্য করে হামলা চালায়। রিসোর্ট মালিক হাসান মাহমুদ তাদের একটি ঘরে আটকে রাখেন এবং মাহিকে বাঁশের লাঠি দিয়ে পিটানো হয়। পরে আটককারীরা মাহির বান্ধবীর মা ও চাচার কাছে ফোন করে ৫০ হাজার টাকা দাবি করে।

অভিভাবকদের বক্তব্য*
মেয়েটির মা অভিযোগ করেন, মাহি তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক বজায় রেখেছিল। তিনি এখন মেয়ের কলঙ্ক মোচনে তাদের বিয়ের দাবি জানান। অন্যদিকে, মাহির পরিবারের পক্ষ থেকে প্রথমে অপহরণ ও মারধরের মামলা করার শর্তে পরবর্তীতে বিয়ের কথা বলা হয়েছে।

রিসোর্ট মালিকের অবস্থান
হাসান মাহমুদের পরিবার দাবি করে, তিনি মাহি ও তার বান্ধবীকে নিরাপদ স্থানে রাখতে সহায়তা করেছিলেন। তবে লামা রিসোর্ট মালিক সমিতি জানায়, ঘটনাস্থলটি তাদের তালিকাভুক্ত নয় এবং অবৈধ রিসোর্ট বন্ধের দাবি জানায়।

পুলিশের ব্যবস্থা
লামা থানার ওসি তোফাজ্জল হোসেন নিশ্চিত করেছেন, রিসোর্ট মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে। নিরাপত্তাহীনতা, আটক ও ভিডিও ধারণের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুত করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.