জাতীয় প্রেস ক্লাবের সামনে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মানববন্ধন

0 ১৩

জাতীয় প্রেস ক্লাবের সামনে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক

ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধিন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করাসহ মোট আট দফা দাবি জানিয়েছেন কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা। 

রোববার (১৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে তারা এ দাবিগুলো জানিয়েছেন। এসময় প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

তাদের দাবিগুলো হলো-

১. ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে।

২. উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতি বছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

৩. কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করতে হবে।

৪. কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই এর অধিনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে।

৫. সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে।

৬. ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম ১০ম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে।

৭. কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে। এবং
৮. উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের শিক্ষার সব কার্যক্রম বন্ধ থাকবে। দাবি আদায়ে আমরা রাজপথে থাকবো। তারা অনুদান নয়, অধিকার চান বলেও জানান।

Leave A Reply

Your email address will not be published.