পিরোজপুরের কাউখালীতে ৩ মাদ্রাসা ছাত্র ৩ দিন ধরে নিখোঁজ

0 ২১

পিরোজপুরের কাউখালীতে ৩ মাদ্রাসা ছাত্র ৩ দিন ধরে নিখোঁজ

 

নিজস্ব প্রতিবেদক

 

পিরোজপুরের কাউখালীতে ৩ মাদ্রাসা ছাত্র ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। ৩ দিনেও তাদেরকে উদ্ধার করা যায়নি। অভিভাবকরা মাইকিং করে বিষয়টি অবহিত করার পরেও এখন খোঁজ মেলেনি বলে অভিযোগ করেন নিখোঁজ সাফায়েতের পিতা আলমগীর হোসেন।
জানা গেছে, উপজেলার সয়না রঘুনাথপুর ইউয়িনের রঘুনাথপুর মাজেদিয়া হাফিজিয়া মাদ্রাসায় ৩ ছাত্র গত রবিবার সন্ধ্যায় মাগরিবের নামাজের পর কিছুসময় শ্রেণিকক্ষে পাঠদানে অংশগ্রহণ করার পরে ঐ ৩ ছাত্র ওজু করার কথা বলে বাহিরে বের হয়ে যায়। পরে আর তারা ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করে জানতে পারে সন্ধ্যার পরে সয়না খেয়া পার হয়ে হুলারহাট গেছে।
নিখোঁজ ছাত্ররা হলো, উপজেলার চিরাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সাফায়েত (১৩), একই উপজেলার আইরন গ্রামের আব্দুল মন্নানের ছেলে সফিকুল (১২) এবং বরিশাল সদরের মুরাদ হোসেনের ছেলে মাশফি (১৪)। এরা ১ বছর পর্যন্ত এই মাদ্রাসায় অধ্যয়ন করে। এব্যাপারে নিখোঁজ ছাত্র অভিভাবক আলমগীর হোসেন জানান, মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারেন তার ছেলে মাদ্রাসা থেকে গত রবিবার নিখোঁজ হওয়ার পর আর মাদ্রাসায় ফেরেনি।
তিনি আরো জানান, স্থানীয়ভাবে ও আত্মীয় স্বজনের বাসায় খোঁজাখুঁজি করেও না পেয়ে মাইকের মাধ্যমে  নিখোঁজ হওয়ার প্রচার করা হয়। উক্ত মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাফেজ মোঃ রবিউল ইসলাম জানান, গত রবিবার (১৩ এপ্রিল) মাগরিবের নামাজের পর ৩ ছাত্র কিছু সময় ক্লাস করে ওজু করার জন্য বের হয়ে আর ফেরত আসেনি। পরবর্তীতে তারা ফেরত না আসলে অভিভাবকদের বিষয়টি অবহিত করা হয়। থানায় সাধারণ ডাইরী করার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি  মোঃ সোলায়মান হোসেন জানান, তিনি নিখোঁজের বিষয়ে কিছুই জানেন না, আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি। সয়না রঘুনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ জানান, এ ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই। আপনাদের মাধ্যমে জানতে পেরে আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেছি এবং মাদ্রাসায় খোঁজখবর নিচ্ছি।
Leave A Reply

Your email address will not be published.