চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল করেছে যুবলীগ

0 ২৩

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল করেছে যুবলীগ

 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকায় হঠাৎ ঝটিকা মিছিল করেছে যুবলীগের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে এ মিছিলটি হয় বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’- এসব স্লোগান দেন। মিছিলে অংশ নেন অন্তত কয়েকজন নেতাকর্মী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মিছিলের নেতৃত্ব দেন নগর যুবলীগের নেতা হানিফ। তাদের বহন করা ব্যানারে লেখা ছিল- ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, মিছিলটি খুব সকালে হয়েছে। খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করি। বাকিদের ধরতে অভিযান চলছে।

 

Leave A Reply

Your email address will not be published.