পোস্টারের সামনে ছবি তোলার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন উপদেষ্টা

0 ১৯

 পোস্টারের  সামনে ছবি তোলার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন উপদেষ্টা

 

জ্যেষ্ঠ প্রতিবেদক

জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য (এমপি) সাকিব আল হাসানের নির্বাচনি পোস্টারের সামনে তোলা নিজের কিছু ছবির বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ওই ছবিগুলো ২০২৩ সালের ২৭ ডিসেম্বর নিজের ভেরিফাইল আইডিতে পোস্ট করেছিলেন প্রেস সচিব, যা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

 

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শফিকুল আলম লেখেন, “বাংলাদেশ আওয়ামী লীগের (বিএএল) বট বাহিনী ও ‘আপা’ (সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অনুরাগীরা আমার ২০২৩ সালের ডিসেম্বরে মাগুরা সফরের ছবি শেয়ার করছে। এই সফরের উদ্দেশ্য ছিল সাকিব আল হাসানের নির্বাচনি প্রচারণা কভার করা।”

প্রেস সচিব লেখেন, ‘আমি স্পষ্ট করতে চাই, আমি সারা দিন সাকিবের সঙ্গে ছিলাম এবং তার নির্বাচনে অংশগ্রহণের ওপর একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করি। এই নির্বাচনের ফলাফল ছিল পূর্বনির্ধারিত। আমরা তার নির্বাচনি প্রচারণার পথ অনুসরণ করি। মাঝে মাঝে ভোটারদের সঙ্গে কথা বলার জন্য বিভিন্ন স্থানে থামি ও প্রচারণার ছবি তুলি।’

শফিকুল আলম আরও লেখেন, ‘সাকিবের পোস্টার সর্বত্র ছিল—চায়ের দোকানে, রাস্তার উপরে ঝুলানো ও প্রতিটি দেয়ালে সাঁটানো। কিছু বিরোধী প্রার্থীর পোস্টারও দেখা যায়, বিশেষ করে বাংলাদেশ কংগ্রেস পার্টির একজন নেতার, যাকে ২০২৪ এর ৭ জানুয়ারির পাতানো নির্বাচনে নামেমাত্র বিরোধী হিসেবে উপস্থাপন করা হয়েছিল।’

ফেসবুক পোস্টে প্রেস সচিব লেখেন, “আমার সাংবাদিকতা জীবনে আমি হাজার হাজার এমন ছবি তুলেছি। ২০১১ সালে ফেসবুক খোলার পর থেকে যারা আমাকে অনুসরণ করেছেন, তারা আমাকে বিভিন্ন স্থানে ও বিভিন্ন ব্যক্তির সঙ্গে দেখেছেন। এই ভ্রমণগুলো করার সৌভাগ্য আমার হয়েছিল। গত বছর একটি অস্থায়ী মুজিব জাদুঘরে পেঙ্গুইন জ্যাকেট পরা আমার কিছু ছবি ভাইরাল হয়। কেউ কেউ আমাকে ইচ্ছাকৃতভাবে সেই ছবি তোলার জন্য ‘গণশত্রু’ হিসেবে বর্ণনা করার চেষ্টা করেছে।”

সর্বশেষে শফিকুল আলম লেখেন, ‘মাদার অফ হিউম্যানিটির (শেখ হাসিনার) যুগে ১৬ বছরে আমি কী করেছি তা আমি জানি! আমার ফেসবুকে পাওয়া যেকোনো ছবি ও মন্তব্য খুঁজে বের করতে পারেন। আপনার এই কাজ আমাকে স্মৃতিগুলো সতেজ করতে সাহায্য করে এবং একদিন একটি বই লিখতে সাহায্য করবে!

Leave A Reply

Your email address will not be published.