কারখানা দখল করতে গিয়ে প্রকাশ্যে ফাঁকা গুলি বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার

0

কারখানা দখল করতে গিয়ে প্রকাশ্যে ফাঁকা গুলি বিদেশি পিস্তলসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার

 

উপজেলা প্রতিনিধি সাভার

কারখানা দখল করতে গিয়ে প্রকাশ্যে ফাঁকা গুলি চালিয়ে আধিপত্য বিস্তার করায় বিদেশি পিস্তলসহ মো. জিয়া দেওয়ান (৪০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (২০ এপ্রিল) সকালে ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, শনিবার বিকেলে আশুলিয়ার জিরাবো এলাকায় একটি কবরস্থান থেকে গোয়েন্দা পুলিশ পিস্তলটি উদ্ধার করে।

গ্রেপ্তারকৃত জিয়া দেওয়ান সাভারের আশুলিয়ার জিরাবো এলাকার আলী দেওয়ান নেওয়াজের ছেলে।

সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার জানান, সন্ত্রাসী জিয়া দেওয়ান একজন চিহ্নিত সন্ত্রাসী। গত ১৭ এপ্রিল আশুলিয়ার জিরাবো ফুলবাগান এলাকায় কার্টুন ফ্যাক্টরি এসএএস-এর ওয়েস্টেজ ব্যবসাকে কেন্দ্র করে সন্ত্রাসী জিয়া এবং মামুন গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সন্ত্রাসী জিয়া দেওয়ান নিজের আধিপত্য বিস্তারের লক্ষ্যে পিস্তল বের করে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপরে পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, শনিবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা ও পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী মো. জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেওয়া তথ্যমতে সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় নিজ বাড়ির পাশের কবরস্থানের কলা গাছের নিচে পলিথিনের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ইউএসএ-এর তৈরি পিস্তল ও একটি খালি খোসা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন বলেন, এই ঘটনায় জিয়া দেওয়ানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.