খুলনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঝটিকা মিছিল

0 ২৭

খুলনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঝটিকা মিছিল

 

নিজস্ব প্রতিবেদক খুলনা

খুলনায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঝটিকা মিছিল হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকাল ৭টার দিকে জিরো পয়েন্ট এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হলো। ইতোমধ্যে ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, গত ৫ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে খুলনা জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অনলাইন যোগাযোগ মাধ্যম ‘টেলিগ্রামে’ সংলাপ অনুষ্ঠিত হয়। তার নির্দেশনা অনুসারে আজ সকালে জিরো পয়েন্টে মিছিল করেছে খুলনা জেলা আওয়ামী লীগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি থেকে দেখা যায়, একদল নেতাকর্মী ব্যানার নিয়ে জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ করছেন। ওই মিছিলে বিভিন্ন স্লোগান দেয়া হয়। তবে, এ বিষয়ে জেলা আওয়ামী লীগের কেউ কথা বলতে রাজি হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতা জানান, আমাদের নির্দেশনা ছিল মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না। এ কারণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপরিচিত মুখের নেতাকর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে।

এ ব্যাপারে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল বাশার জানান, হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝটিকা মিছিল করে পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালের দিকে হওয়ায় সে সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে।

 

 

Leave A Reply

Your email address will not be published.