বৈষম্যবিরোধী আন্দোলনে দুটি হত্যা মামলাসহ ১২ মামলার আসামি রাজনকে গ্রেফতার

0 ৫১

*বৈষম্যবিরোধী আন্দোলনে দুটি হত্যা মামলাসহ ১২ মামলার আসামি যুবলীগ নেতা রাজনকে গ্রেফতার করেছে কদমতলী থানা পুলিশ*

নিজস্ব প্রতিনিধি :

রাজধানীর কদমতলী এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুটি হত্যা মামলাসহ ১২টি মামলার এজাহার নামীয় আসামি যুবলীগ নেতা মোঃ রাজন (২৯) কে গ্রেফতার করেছে ডিএমপির কদমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃত রাজন কদমতলী থানার ৫২ নং ওয়ার্ডের এক নং ইউনিট যুবলীগ সভাপতি। 

 

শনিবার (১৯ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় কদমতলী থানাধীন হাজী লাল মিয়া সর্দার রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

 

কদমতলী থানা সূত্রে থেকে জানা যায়, গ্রেফতারকৃত রাজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কদমতলী, যাত্রাবাড়ী ও শ্যামপুর থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে অস্ত্রধারী সস্ত্রাসীদের সাথে প্রত্যক্ষভাবে হামলায় অংশগ্রহণ করেছিল। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দুটি হত্যা মামলাসহ তিনটি মামলা এবং চাঁদাবাজি, দস্যুতা ও মাদকের ১২টি মামলা রয়েছে। 

Leave A Reply

Your email address will not be published.