কেরানীগঞ্জে অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে মোবাইল এবং নগদ অর্থ ছিনতাই

0

কেরানীগঞ্জে অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে মোবাইল এবং নগদ অর্থ ছিনতাই

 

নিজস্ব প্রতিবেদক ঢাকা

 

ঢাকার কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে তার রিকশা, মোবাইল ফোন এবং নগদ অর্থ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 

 

মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাজুকে রাত ১টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

আহত চালকের নাম মো. রাজু মিয়া (৩২)। তিনি কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার বাসিন্দা এবং মো. মান্নান মিয়ার ছেলে।

আহতের প্রতিবেশী মো. মিজান বলেন, রাজু মিয়া অটোরিকশা চালিয়ে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার পথরোধ করে ছুরিকাঘাত করে, অটোরিকশা, মোবাইল ফোন এবং তার কাছে থাকা ১১০০ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় রাজুকে হাসপাতালে আনা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.