খাগড়াছড়িতে মহাপরিচালকের উপহারের ঘর পেলেন গৃহহীন আনসার ভিডিপির সদস্যরা

0 ১১

খাগড়াছড়িতে মহাপরিচালকের উপহারের ঘর পেলেন গৃহহীন আনসার ভিডিপির সদস্যরা।

 

খাগড়াছড়ি প্রতিনিধি,

 

খাগড়াছড়িতে গৃহহীন ভিডিপি সদস্যার জন্য নব-নির্মিত গৃহ এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক” আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) সকাল ১০ ঘটিকায় ভিডিও টেলিকনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশে নবনির্মিত ২৬ টি গৃহের প্রথম ধাপে ০৪ টি গৃহের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যেগে বাহিনীর ভিডিপি সদস্যদের জন্য এ বছরে ২৬ টি ঘর নির্মান করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে সরকারিভাবে নব-নির্মিত ঘর পেয়ে ভিডিপি সদস্যারা মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপমহাপরিচালক চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ, চট্টগ্রাম এবং জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, খাগড়াছড়ি পার্বত্য জেলাকে ধন্যবাদ জানান।

 

বাহিনীর সদর দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত ছিলেন জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান, পিপিএম। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহাদাত হুসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, মাটিরাঙ্গা, জনাব রোকেয়া পারভীন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, সদর, খাগড়াছড়ি, জনাব মো: কাজী আকাশ, উপজেলা প্রশিক্ষক, পানছড়ি, খাগড়াছড়ি সহ পানছড়ি উপজেলার আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.