গেন্ডারিয়া থেকে হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১০

0 ২৮

হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গেন্ডারিয়া হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

 

নিজস্ব সংবাদদাতা :

পৃথক অভিযানে আনুমানিক ৭ লক্ষ ৩৬ হাজার টাকা মূল্যমানের ২,৪৫৬ পুরিয়া (৪৪৩ গ্রাম) হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গেন্ডারিয়া হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০  ।

 

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,৮২,২০০/- (তিন লক্ষ বিরাশি হাজার দুইশত) টাকা মূল্যমানের ১,২৭৪ (এক হাজার দুইশত চুয়াত্তর) পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন যার ওজন ২৩৩ গ্রাম এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ২০,২০০/- টাকাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোসাঃ রাইজু বেগম (৩০), স্বামী- মোঃ আকাশ, সাং- নামাপাড়া মীরহাজিরবাগ, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা বলে জানা যায়।

 

অপরদিকে একই তারিখ দুপুর আনুমান ১৪.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর অন্য একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,৫৪,৬০০/- (তিন লক্ষ চুয়ান্ন হাজার ছয়শত) টাকা মূল্যমানের ১১৮২ (এক হাজার একশত বিরাশি) পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন যার ওজন ২১০ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোসাঃ আলো (৩২), স্বামী- মোঃ ফারুক মাতাব্বর, সাং- মুরগীটুলা, থানা- গেন্ডারিয়া, ডিএমপি, ঢাকা বলে জানা যায়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর গেন্ডারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

Leave A Reply

Your email address will not be published.