বান্দরবানে লামা বন্য হাতির আক্রমণে বিধবা নারী শ্রমিক নিহত

0

বান্দরবানে লামা বন্য হাতির আক্রমণে বিধবা নারী শ্রমিক নিহত

বিজয় ত্রিপুরা জেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবানে হাতির আক্রমণে নারী শ্রমিক নিহত
বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে জান্নাত আরা বেগম ঝর্ণা (৩৭) নামে এক বিধবা নারী শ্রমিক নিহত হয়েছেন।

 লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের চাককাটা বোয়ালের আগা এলাকায় এ মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত আরা বেগম ঝর্ণা কক্সবাজার জেলা চকরিয়া উপজেলার ৮ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত শফি আলমের স্ত্রী ও দুই সন্তানের জননী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জান্নাত আরা শ্রমিকদের জন্য পানি ও চা-নাস্তা নিয়ে রাস্তার কাজে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বনের মধ্যে থেকে একটি বন্য হাতি এসে তাকে আক্রমণ করে। অন্য নারী শ্রমিকরা দেখে সবাই চিৎকার, হৈ চৈ করলেও হাতিটিকে নিবৃত করা যায়নি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লামা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান dhaka post news কে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করলে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান করা হবে বলে জানান তিনি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন dhaka post news কে জানান, ঘটনা সঠিক, ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.