শান্তিনগর ফ্লাইওভারের ওপর সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

0

শান্তিনগর ফ্লাইওভারের ওপর সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

 

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্টনের শান্তিনগর ফ্লাইওভারের ওপর সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (২৭) এক নারী নিহত হয়েছেন।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নূর খান জানান, খবর পেয়ে শান্তিনগর ফ্লাইওভারের ওপর থেকে আহত অবস্থায় এক নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, রাত ১০টার দিকে ফ্লাইওভারে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ওই নারীর নাম-পরিচয় এবং কোন গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন, তা জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Leave A Reply

Your email address will not be published.