বান্দরবান আলীকদমে পারিবারিক মনো-মালিন্য হয়ে ৩ জনের বিষপান

0

বান্দরবান আলীকদমে পারিবারিক মনো-মালিন্য হয়ে ৩ জনের বিষপান

 

বিজয় ত্রিপুরা জেলা প্রতিনিধি বান্দরবান

 

বান্দরবানের আলীকদমে ৩ নং নয়াপাড়া ইউনিয়ন ও ২নং চৈক্ষ্যং ইউনিয়নে সংসারে মন মালিন্য হয়ে ৩ জনের বিষপান করে আন্তহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে।

 

বুধবার (৩০ এপ্রিল) সকালে ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছিদ্দিক কারবারি পাড়া এলাকায় পারিবারিক কলহের জেদ ধরে আক্তার হোসেনের ছেলে মোঃ মোক্তার হোসেন (২৭) বিষপান করেন বলে জানা যায়।

মোক্তার হোসেনের পিতা আক্তার হোসেন বলেন,গতাল সকালে আমার ছেলের সাথে তার বউ এর মধ্যে মনমালিন্য হয়। এরপর বউ আমার ছেলের সাথে অভিমান করে বউ বাপের বাড়িতে চলে যাওয়ার কারণে বিষ পান করেছে বলে জানা।

এদিকে ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পাদন কারবারি পাড়া (বালু ঝিরি) এলাকায় পারিবারিক কলহের জেদ ধরে আজকে সকালে মেনলক ম্রো ছেলে ঙেংলং ম্রো (২৭) ও তার বউ কাইপিও ম্রো (২০)সহ ২ জনে বিষপান করেন।

ঙেংলং ম্রোর পিতা মেনলক ম্রো বলেন,আমার ছেলে এবং বউ এর মধ্যে দীর্ঘদিন পারিবারিক ভাবে নানা ধরনের ঝামেলা সৃষ্টি হয়। তার মধ্যে পারিবারিক সমস্যার কারণে আমার ছেলে আরেকটি মেয়ে কে বিবাহ করে বাড়িতে আনার কারণে আবার স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হওয়ার কারণে রাগ ২ জনে বিষ পান করেন বলে জানান।

স্হানীয় সূত্রে জানা যায়, ঙেংলং ম্রো নানা ভাবে তার বউকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করেন। এ কারণে দীর্ঘ দিন তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হওয়ার কারণে ঙেংলং ম্রো দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসলে পূর্ণরায় ঝগড়া হলে স্বামীর সাথে অভিমান করে বিষ পান করেন। আবার বউ এর সাথে অভিমান করে সেও বিষপান করেন। এরপর স্হানীয়রা তাদের কে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ বলেন, আজকে সকাল ৯ টার দিকে ৩ জন লোক বিষপান করে এখানে চিকিৎসা সেবার জন্য আসেন। তাদের কে আমরা প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছি। বর্তমানে এখানে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে জানান।

Leave A Reply

Your email address will not be published.