আগামীকাল ৩ মে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এই আয়োজন
আগামীকাল ৩ মে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এই আয়োজন
নিজস্ব প্রতিবেদক
নারীবিষয়ক সংস্কার কমিশন এবং এর প্রতিবেদন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (২ মে) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামীকাল ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব।
তিনি বলেন, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ইসলামের বিরুদ্ধে, কোরআন বিরোধী, মুসলমান বিরোধী। শুধু প্রতিবেদন করলে হবে না, সম্পূর্ণ নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে। আমরা বলতে চাই, আপনারা (অন্তর্বর্তী সরকার) ক্ষমতা এসেছেন ২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতাদের রক্তের বিনিময়ে। হেফাজতের নেতাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার না করলে আবারও যুদ্ধে করে আপনাকে (ড. ইউনূস) ক্ষমতা থেকে নামাবো।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা মীর ইদ্রিস, মুফতি জাবের কাশেমী, মাওলানা মুফতি আজহারুল ইসলাম, মুফতি ফখরুল ইসলাম, অধ্যক্ষ আবু তাহের খান মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, পল্টন জোনের নায়েবে আমির মাওলানা ইউসুফ সিদ্দিকী, যাত্রাবাড়ী জোনের নেতা মুফতি শরীফুল্লাহ।