চলমান আইপিএলে টানা ৬ ম্যাচে জিতেছে মুম্বাই
চলমান আইপিএলে টানা ৬ ম্যাচে জিতেছে মুম্বাই
স্পোর্টস ডেস্ক
প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চার হার, রীতিমতো চোখে শর্ষেফুল দেখছিল আইপিএলে যৌথভাবে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স। সেই দলটাই কিনা এর পরের ছয় ম্যাচে টানা জিতেছে। বল-ব্যাটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মুম্বাই ইতোমধ্যে আসন নিয়েছে পয়েন্ট টেবিলের চূড়ায়। ১০০ রানের বড় ব্যবধানে তারা রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএল থেকেই ছিটকে দিয়েছে। একইসঙ্গে একগাদা রেকর্ড গড়েছে মুম্বাই।
জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে গতকাল (বৃহস্পতিবার) টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে হার্দিক পান্ডিয়ার দল নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২১৭ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ৬১ রান (৩৮ বল) করেন ওপেনার রায়ান রিকেলটন। এ ছাড়া রোহিত শর্মা ৩৬ বলে ৫৩ এবং সমান ২৩ বলে ৪৭ রান করেন সূর্যকুমার যাদব ও পান্ডিয়া। লক্ষ্য তাড়ায় রাজস্থান মাত্র ১১৭ রানেই গুটিয়ে গেছে। তাদের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংসটা খেলেছেন জোফরা আর্চার। বিপরীতে মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন বোল্ট ও কার্ন শর্মা।
ম্যাচটিতে একগাদা রেকর্ড মুম্বাইয়ের
৬
চলমান আইপিএলে টানা ৬ ম্যাচে জিতেছে মুম্বাই। এ নিয়ে তারা তিনটি আসরে টানা ৬ ম্যাচ জেতার কীর্তি গড়ল। এখন পর্যন্ত আইপিএলে টানা ৫ বা এর বেশি ম্যাচ জয়ের পর মুম্বাই এক আসর (২০০৬) বাদে প্রতিবারই ফাইনালে খেলেছে।
১৭
আইপিএলে যতবারই মুম্বাইয়ের সামনে ২০০–রানের বেশি লক্ষ্য এসেছে, প্রতিবারই তারা জিতেছে। এখন পর্যন্ত এমন ১৭টি ম্যাচে শতভাগ জিতে বিরল রেকর্ড গড়ল পান্ডিয়ার দলটি। এমনকি এই জয় জয়পুরে মুম্বাইয়ের জন্য প্রথম। ২০১২ সালের পর এই মাঠে রাজস্থানের বিপক্ষে চার ম্যাচের সবকটিতে হারে মুম্বাই।
১০০
আইপিএলে মুম্বাইয়ের তৃতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়। এর আগে দিল্লিকে ২০১৭ আসরে ১৪৬ এবং ২০১৮ আইপিএলে কলকাতাকে ১০২ রানের ব্যবধানে হারিয়েছিল মুম্বাই। অন্যদিকে, রাজস্থান দ্বিতীয় সর্বোচ্চ ১০০ রানের ব্যবধানে হারল ম্যাচটিতে। সর্বোচ্চ ১১২ রানে তাদের হারিয়েছিল বেঙ্গালুরু।
৪
মুম্বাইয়ের চার ব্যাটারই গতকালের ম্যাচে ৪০–এর বেশি রান করেছেন। যা আইপিএলে যৌথভাবে সর্বোচ্চ। এক ইনিংসে সর্বোচ্চ ৪ ব্যাটারের ৪০ রানের বেশি করার কীর্তি আছে আরও তিন দলের (চেন্নাই ২০১১, লখনৌ ২০২৩ ও হায়দরাবাদ ২০২৪)।
২১৭
জয়পুরের মাঠে আইপিএলের সর্বোচ্চ দলীয় স্কোর এটি। অবশ্য মুম্বাই ছাড়াও হায়দরাবাদ ২০২৩ আসরে সমান ২১৭ রান করেছিল। স্বভাবতই সেই ম্যাচেরও প্রতিপক্ষ ছিল স্বাগতিক রাজস্থান।
১১
আইপিএলে টানা ১১ ম্যাচে ২৫ বা তার বেশি রানের রেকর্ড গড়লেন মুম্বাইয়ের তারকা ব্যাটার সূর্যকুমার। এ ছাড়া রবিন উথাপ্পা ১০, স্টিভেন স্মিথ, বিরাট কোহলি ও সাই সুদর্শনের সমান ৯টি ম্যাচে টানা ২৫ বা তার বেশি রান করার নজির রয়েছে।
৬০০০
টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে নির্দিষ্ট দলের হয়ে ছয় হাজার রান (৬০০৮) পূর্ণ করলেন রোহিত শর্মা। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৮৮৭১ রান করেছেন বিরাট কোহলি। তালিকার তিনে থাকা জেমস ভিন্স ইংলিশ ফ্র্যাঞ্চাইজি হ্যাম্পশায়ারের হয়ে ৫৯৩৪ রান করেন।