ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ গুলিতে এক বাংলাদেশি যুবক আহত

0

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত

 

জেলা প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রিয়াজ (২০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১ মে) রাতে উপজেলার কুসুমপুর বিওপির পিপুলবাড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহত রিয়াজ পিপুল বাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

প্রতিবেশী সুমন দাবি করেন, বৃহস্পতিবার রাতে রিয়াজ তাদের আবাদি জমিতে আটকে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য সীমান্তের খালের ধারে ধানের জমিতে যায়। সেসময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রিয়াজ অজ্ঞান হয়ে যায়। এলাকার লোকজন গুলির শব্দ শুনে মাঠে গিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখেন রিয়াজ অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। তার অবস্থা গুরুতর হলে ঢাকায় রেফার্ড করে চিকিৎসক। বর্তমানে সে ঢাকাতে চিকিৎসাধীন আছে।

প্রতিবেশী সাব্বির হোসেন বলেন, রিয়াজ গতরাতে বড় এলাকায় যায়। সেসময় বিএসএফ গুলি করে। রিয়াজ আহত অবস্থায় খালের ধারেই অজ্ঞান হয়ে পড়েছিল।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ইমন হোসেন বলেন, রিয়াজের শরীর থেকে ছররা গুলির কিছু অংশ বের করা হয়েছে। তবে একটি গুলি কিডনির পাশ দিয়ে ঢুকে গেছে। যশোরে প্রয়োজনীয় সুবিধা না থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ উদ্দিন মৃধা বলেন, গতরাতে সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে রিয়াজ নামে একটি ছেলে আহত হয়েছে। তাকে প্রথমে যশোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে রেফার্ড করে। বর্তমানে রিয়াজ ঢাকাতে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি।

Leave A Reply

Your email address will not be published.