খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ৯ বছরের শিশুকে ধর্ষণে চেষ্টা

0 ১৮

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ব্যাঙমারা এলাকার সুধীর কুমার পাড়ায় মোঃ হারুন মিয়া আদিবাসী ৯ বছরের শিশুকে ধর্ষণে চেষ্টা I

 

সুমন ত্রিপুরা রুমা প্রতিনিধি

খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলা ব্যাঙমারা এলাকার সুধীর কুমারপাড়ায় মোঃ হারুন মিয়া(৩৫) নামে এক ফেরিওয়ালা (ভ্রাম্যমান হকার)কর্তৃক ৯ বছরের আদিবাসী শিশুকে ধর্ষণ চেষ্টার সময়,স্থানীয়রা হাতেনাতে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছেন। আজ শুক্রবার (২ মে ২০২৫) দুপুরে এ ঘটনা ঘটে।

ধর্ষণ চেষ্টাকারী হারুন মিয়ার পিতার নাম মোঃজানু মিয়া। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাপরতলায়। তবে বর্তমানে সে মাটিরাঙ্গা সদরে ভাড়া বাসায় থাকেন বলে জানা গেছে

জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার সময় মো. হারুণ মিয়া তার মালামাল (হাড়ি-পাতিলসহ বিভিন্ন জিনিসপত্র) বিক্রির জন্য সুধীর কুমার পাড়ায় যায়। এ সময় সেখানে ৯ বছরের এক শিশুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটি চিৎকার দিলে তার মাসি তৎক্ষনাত দৌঁড়ে গিয়ে হারুন মিয়া শিশুটিকে ধর্ষণের চেষ্টা করতে দেখলে গ্রামের অন্যান্যদের ডাক দেন।

পরে লোকজন ছুটে গিয়ে হারুণ মিয়াকে আটক করে। এরপর এলাকাবাসী মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দেয় এবং মোঃহারুন মিয়াকে পুলিশের নিকট সোপর্দ করে।

আদিবাসী শিশুকে ধর্ষণের চেষ্টাকারী মো. হারুন মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

Leave A Reply

Your email address will not be published.