মুন্সীগঞ্জ ঘরে ডেকে নিয়ে এক শিশুকে (৪) ধর্ষণের ঘটনা ঘটেছে

0 ১৩

মুন্সীগঞ্জ ঘরে ডেকে নিয়ে এক শিশুকে (৪) ধর্ষণের ঘটনা ঘটেছে

 

জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ

 

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমন্দী গুচ্ছগ্রাম এলাকায় মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে এক শিশুকে (৪) ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত যুবককে আটক করে চুল কেটে গাছের সঙ্গে বেঁধে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।  

 

অভিযুক্ত নাজমুলকে (১৮) মঙ্গলবার (৬ মে) বেলা ১১টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে শিশুটি তার বাড়ির উঠানে খেলছিল। খেলার এক পর্যায়ে প্রতিবেশী নাজমুল শিশুটির বাড়িতে গিয়ে তার সঙ্গে খেলা করতে থাকে। এক পর্যায়ে শিশুটিকে নাজমুল মোবাইল দেখানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে একই দিন দুপুর ১২টার দিকে শিশুটিকে তার মা গোসল করাতে নিয়ে গেলে ধর্ষণের আলামত দেখতে পেয়ে ওই শিশুটির কাছে জানতে চাইলে সে বিষয়টি তার মাকে জানায়। পরে তার মা বিষয়টি স্থানীয়দের জানালে তারা অভিযুক্ত নাজমুলের চুল কেটে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পুলিশ দুপুর দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাজমুলকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে প্রতিবেশী জিয়াসমিন বলেন, মোবাইল দেখানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। শিশুটি বর্তমানে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি আছে। আমি নিজেও মেয়েটির কাছে কি হয়েছিল জানতে চাইলে নাজমুল তাকে ঘরে নিয়ে ধর্ষণ করেছে বলে আমাকে বিস্তারিত জানিয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজিব দে dhaka post news কে বলেন, ধর্ষণের ঘটনায় সোমবার সন্ধ্যায় সদর থানায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছে। সোমবার দুপুর ৩টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে পুলিশ আটক করে। এজাহারে বলা হয়, অভিযুক্ত যুবক মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে প্রলোভন দিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম dhaka post news কে বলেন, ধর্ষণের ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় মামলা করেছে। অভিযুক্তকে বেলা ১১টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

Leave A Reply

Your email address will not be published.