চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

0

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

 

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

চট্টগ্রামে নগরের ২ নম্বর গেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। বৃহস্পতিবার (৮ মে) সকালে তারা জড়ো হয়ে বায়েজিদ বোস্তামি থেকে ফ্লাইওভারে ওঠার মুখে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ এবং কর্তৃপক্ষের হস্তক্ষেপে আধা ঘণ্টা পর তারা সড়ক ছেড়ে দেন।

 

এদিকে, অবস্থান কর্মসূচির কারণে বৃহস্পতিবার সকাল থেকে ২ নম্বর গেট এলাকার বিভিন্ন সড়কে তীব্র যানজট হয়। বিশেষ করে মোড় থেকে অক্সিজেনগামী সড়কে শত শত গাড়ি আটকা পড়ে এবং ভোগান্তিতে পড়ে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া লোকজন।

বিক্ষোভকারীরা জানান, কর্তৃপক্ষ তাদের ৩ মাস ধরে বেতন দিচ্ছে না। বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হয়েছে। সবশেষ বাধ্য হয়ে পেটের তাগিদে তারা রাস্তায় নেমেছেন।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, সকালে জড়ো হয়ে শ্রমিকেরা কর্মসূচি পালন করে। পরে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.