রাজধানীর ধোলাইপাড় ফ্লাইওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

0 ৩১

রাজধানীর ধোলাইপাড় ফ্লাইওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

 

নিজস্ব প্রতিবেদক

 

রাজধানীর ধোলাইপাড় ফ্লাইওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৭০ বছর।

শুক্রবার (৯ মে) সকাল পৌনে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এস আই) দীপক পাল dhaka post news কে বলেন, আমরা সকালের দিকে খবর পেয়ে শ্যামপুর ফ্লাইওভার ব্রিজের নিচে ওই বৃদ্ধকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সে বেঁচে নেই।

এস আই আরও বলেন, আমরা আশপাশের লোকদের জিজ্ঞেস করে জানতে পারি আজ ভোর রাতের দিকে কোনো একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় এ ঘটনাটি ঘটেছে। আমরা সিসিটিভি ফুটেজ থেকে বিষয়টি জানার চেষ্টা করছি। ওই বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

Leave A Reply

Your email address will not be published.