আদিবাসী  নারিকে একা পেয়ে আবুল কাসেম নামে এক ব্যক্তি ধর্ষণের চেষ্টা

0 ১৩

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা গ্রামে ত্রিপুরা পাড়ায় একজন নিরীহ আদিবাসী নারী কে একা পেয়ে আবুল কাসেম নামে এক ব্যক্তি ধর্ষণের চেষ্টা I

 

সুমন ত্রিপুরা রুমা থানা প্রতিনিধি,

 

মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা গ্রামে ত্রিপুরা পাড়িয়া সম্প্রতি একটি মর্মান্তিক এবং ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, যা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দা সতেন মালা ত্রিপুরা নামের একজন নিরীহ আদিবাসী নারী কে একা পেয়ে আবুল কাশেম নামের এক ব্যক্তি ধর্ষণের চেষ্টা চালায় বলে গুরুতর অভিযোগ উঠেছে। এই জঘন্য ঘটনা শুধু একজন নারীর মর্যাদা হরণ করার অপচেষ্টা নয়, বরং একটি প্রান্তিক জনগোষ্ঠীর ওপর বর্বর নির্যাতনের একটি সুস্পষ্ট উদাহরণ।

 

এ ঘটনার পর যখন ভিকটিমের অভিভাবক বিষয়টি আইনগতভাবে সমাধানের উদ্যোগ নেন এবং থানায় অভিযোগ জানাতে যান, তখন স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি, যারা বিএনপির সঙ্গে জড়িত বলে জানা গেছে, তারা থানায় অভিযোগ গ্রহণে বাধা দেয় এবং পুলিশ প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করে যাতে মামলাটি নথিভুক্ত না হয়। এই ধরনের কর্মকাণ্ড শুধু অপরাধীকেই উৎসাহিত করে না, বরং বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষার অঙ্গীকারকে দুর্বল করে তোলে।

 

আমি ব্যক্তিগতভাবে এবং একজন সচেতন নাগরিক হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে মিরসরাই উপজেলার বিএনপির নেতৃবৃন্দের প্রতি জোরালো অনুরোধ জানাই—আপনারা যেন ন্যায়বিচারের পক্ষে অবস্থান গ্রহণ করেন এবং দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে অভিযুক্ত আবুল কাশেমকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন। অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না; অপরাধী শুধুই অপরাধী।

 

বাংলাদেশ একটি আইনের দেশ, এখানে নারী এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষার বিষয়টি সাংবিধানিকভাবে সুরক্ষিত। অথচ আজও আদিবাসী নারীরা নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন, তাদের কথা কেউ শোনে না, কেউ দেখে না। এটি একটি জাতিগত বৈষম্যের নগ্ন রূপ, যা কোনো সভ্য সমাজে কাম্য নয়।

 

আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। ত্রিপুরা জনগোষ্ঠীসহ দেশের সকল আদিবাসী সম্প্রদায়ের জন্য নিরাপদ বসবাস নিশ্চিত করতে হবে।

 

আমরা যারা সামাজিক ন্যায়বিচারে বিশ্বাস করি, তারা এই ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাই এবং একসাথে চাই, সত্যের জয় হোক, অপরাধীর বিচার হোক, এবং সমাজে সকল স্তরের নারীরা নিরাপদ জীবন যাপন করতে পারেন।

Leave A Reply

Your email address will not be published.