বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের ভালুকায় রোর ফ্যাশন লিমিটেডে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটে জনভোগান্তির সৃষ্টি হয়।
সোমবার (১২ মে) দুপুর পৌনে ১২টার দিকে ভালুকা উপজেলার কাঠালী পল্লীবিদ্যুৎ এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই শ্রমিক বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটে। এরপর সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের আশ্বাসে পৌনে ২টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন।
শিল্প পুলিশ ময়মনসিংহ অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. আল মামুন সিকদার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি ঢাকা পোস্ট নিউজ কে বলেন, রোর ফ্যাশন লিমিটেডে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। তবে বিষয়টি সমাধানে স্থানীয় প্রশাসনের আশ্বাসে ইতোমধ্যে মহাসড়ক অবরোধ থেকে শ্রমিকরা সরে গেছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
ময়মনসিংহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আহমাদ মাসুদ বলেন, রোর ফ্যাশনে শ্রমিকদের বকেয়া আদায়ে বিজিএমই গঠিত কমিটি সংশ্লিষ্ট শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেইসঙ্গে জেলা প্রশাসক ও জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটির মাধ্যমে শ্রমিকদের পাওনা আদায়ে সব ধরনের প্রচেষ্টা চলমান আছে। ইতোমধ্যে শ্রম আইনে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে দুটি মামলাও দায়ের করা হয়েছে। আশা করছি, দ্রুত শ্রমিকরা তাদের পাওনা বুঝে পাবে। সে লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।
অভিযোগ উঠেছে, শ্রমিকদের নেতৃত্ব দেওয়া একটি সুবিধাভোগী পক্ষ শ্রমিক অসন্তোষের বিষয়টি পুঁজি করে ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করছে। এ কারণেই জনভোগান্তির মতো ঝামেলার সৃষ্টি হচ্ছে।
এই বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও রোর ফ্যাশনের সংশ্লিষ্ট শ্রমিকদের বক্তব্য জানা সম্ভব যায়নি।
তবে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, রোর ফ্যাশনের বকেয়া পাওনা নিয়ে অনেকদিন ধরে ঝামেলা চলছে। তবে বিষয়টি সমাধানে প্রশাসন তৎপর রয়েছে। আশা করছি, দ্রুত বিষয়টি সমাধান হবে।