হত্যা মামলায় মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর

0 ১০

হত্যা মামলায় মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর

 

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

মঙ্গলবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন জনাকীর্ণ এজলাসে রিমান্ড শুনানি ঘিরে আদালতে উত্তেজনা বিরাজ করতে দেখা যায়। আধা ঘণ্টা শুনানি শেষে আইনজীবীদের তোপের মুখে মমতাজকে এজলাস থেকে হাজতখানায় নিতে পারেনি পুলিশ। এ সময় অনেক আইনজীবীকে এজলাসের ভেতর থেকে ফেসবুক লাইভে যেতে দেখা যায়।

দীর্ঘ সময় কাঠগড়ায় ছিলেন এ আওয়ামী লীগ নেত্রী। পরে অতিরিক্ত পুলিশ প্রহরায় বিকেল ৩টা ৪৬ মিনিটে তাকে এজলাস থেকে বের করা হয়।

Leave A Reply

Your email address will not be published.