সিআইডি কর্তৃক বৈষম্যবিরোধী মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার

0 ৮৬

সিআইডি কর্তৃক বৈষম্যবিরোধী মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক

 

যাত্রাবাড়ী থানার আলোচিত বৈষম্যবিরোধী মামলার পলাতক আসামি সোহেল চৌধুরী ওরফে চায়না সোহেল (৫০), পিতা-মৃত আলাউদ্দিন, সাং- ১২/১ পার গেন্ডারিয়া, মীরহাজিরবাগ, থানা- যাত্রাবাড়ী, জেলা- ঢাকা-কে গ্রেফতার করেছে সিআইডির ঢাকা মেট্রো পূর্ব বিভাগ। যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল চৌধুরী (৫০) বর্তমানে ৫১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, যাত্রাবাড়ী থানার সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে আছেন। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত দুটি মামলা রয়েছে ।

তদন্তে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি সক্রিয়ভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে নাশকতা চালানোসহ বিভিন্ন সাংগঠনিক তৎপরতায় জড়িত ছিলেন। এছাড়া, গত জুলাই-আগস্ট মাসে অনুষ্ঠিত ছাত্র ও নাগরিক আন্দোলন চলাকালে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

 

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর তারা দেশবিরোধী গোপন তৎপরতায় লিপ্ত হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। যারা সন্ত্রাসী তৎপরতা চালাতে পারে বা নাশকতামূলক ঘটনা ঘটাতে পারে তাদের তালিকা আমাদের হাতে আছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী তালিকা ধরে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। গ্রেফতার কার্যক্রম আরও জোরদার করব। যেখানেই নাশকতামূলক কর্মকাণ্ড হবে সেখানেই আইনের কঠোর প্রয়োগ করব। নাশকতার পরিকল্পনায় আওয়ামী নেতাকর্মীরা অনলাইন যোগাযোগ বাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাইবার স্পেসে আমরা নজরদারি বাড়িয়েছি।

যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত মামলা নং- ২২, তারিখ- ২৬/০৮/২০২৪ ইং, ধারা: ৩০২/৩৪ পেনাল কোড অনুসারে গ্রেফতারকৃত অভিযুক্তকে বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছে ।

 

Leave A Reply

Your email address will not be published.