ময়মনসিংহ কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন

0 ১২

ময়মনসিংহ কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি আব্দুল বারেক ও সাধারণ সম্পাদক শাহজাহান নির্বাচিত

 

নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহ কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টি ইউ সি) মালগুদাম জেলা কার্যালয়ে ময়মনসিংহ কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৮৯৩ ভোটার নিয়ে সকাল ০৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

৪ টার পর থেকে ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শেষে ময়মনসিংহ জেলা কুলি শ্রমিক ইউনিয়ন প্রধান নির্বাচন কমিশনার মাহবুব বিন ছাইফ স্বাক্ষরিত ঘোষণা পত্রের তথ্য অনুযায়ী নিম্নে নির্বাচিতদের তালিকা চেয়ার প্রতীক নিয়ে ৯৯৬ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল বারেক। দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে ৬২০ ভোট পেয়ে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল ইসলাম। বাই সাইকেল প্রতীক নিয়ে ৫৫৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শাহজাহান মিয়া।

মাছ প্রতীক নিয়ে ৮২৬ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সুজন মিয়া। টেবিল প্রতীক নিয়ে ৬৬২ ভোট পেয়ে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল মোতালেব।

বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক মোঃ বাছেদ মিয়া। দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রশিদ। প্রচার সম্পাদক মোঃ রুবেল মিয়া। কার্যকরী সদস্য মোঃ রুহুল আমিন।

Leave A Reply

Your email address will not be published.