রাজধানীর যাত্রাবাড়ী সজীব গার্মেন্টসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

0 ১০৩

রাজধানীর যাত্রাবাড়ী সজীব গার্মেন্টসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকার সজীব গার্মেন্টসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর খালাসী (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গার্মেন্টসে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।

 

সোমবার (২৬ মে) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে বারোটার দিকে মৃত ঘোষণা করে।

তাকে মেডিকেলে নিয়ে আসা মো. রোহান জানান, রায়েরবাগ সজীব গার্মেন্টসের ভেতরে মেশিনে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে আলমগীর। পরে তাকে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আলমগীরের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ঝালকুড়ি এলাকায়। তার বাবার নাম হাসেম খালাসী।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.