পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি টাকা ও স্বর্ণলংকার লুট
শুক্রবার (৩০ মে) রাতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় বাংলাদেশ রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার বাবা-মাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাত দল।
অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার বাবা নাজমুল আলম জানান, তিনি স্ত্রীসহ কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দা এলাকায় নিজ বাড়িতে বসবাস করেন। শুক্রবার ভোররাতে ৬ থেকে ৭ জনের একদল ডাকাত তিনতলা বাড়ির নিচ তলার পূর্ব দিকের জানালার গ্রিল কেটে তাদের বাড়িতে হানা দেয়। প্রথমে দোতলা ও পরে তিনতলায় হানা দেয়। দোতলায় শোয়ার ঘরের দরজা ভেঙে ঢুকে তাদের হাত বেঁধে ফেলে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ঘরে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও প্রায় চার লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল। পরে ডাকাতদল চলে গেলে তাদের ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে কালিয়াকৈর থানা পুলিশ। খবর পেয়ে অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানাও বাবার বাড়িতে আসেন।
নাজমুল আলমের অপর মেয়ে অজান্তা আলম বলেন, তিনতলার পুরো বাড়িতে বাবা-মা একাই থাকেন। বাবার কাছে কোরবানির পশু কেনার জন্য টাকা ঘরে রাখা ছিল। এছাড়া স্থানীয় মসজিদ ও কবরস্থান উন্নয়নের টাকাও ছিল। আমার এক বোনের বিয়ের ও মায়ের গয়না ছিল। ডাকাতদল ঘরে ঢুকে বাবা-মায়ের হাত পা বেঁধে স্বর্ণ ও টাকা লুট করে নিয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ডাকাতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।