জুরাইনের বউবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু
জুরাইনের বউবাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির মৃত্যু
ঢামেক প্রতিবেদক
রাজধানীর কদমতলী থানার জুরাইনের বউবাজার এলাকায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাতুল ইসলাম (৩০) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জান্নাতুল ইসলামের বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে। তিনি মো. বাবু মিয়ার ছেলে এবং পেশায় একজন ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন।
তার সহকর্মী মো. সালমান জানান, গতরাতে জুরাইন বউবাজার এলাকার একটি গ্যারেজে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন জান্নাতুল। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে কদমতলী থানাকে অবহিত করা হয়েছে।