রাজধানীর শ্যামপুর থানার চুরি ও ক্ষতিসাধন মামলার ০২ জন আটক

0 ৭৩

রাজধানীর শ্যামপুর থানার চুরি ও ক্ষতিসাধন মামলার ০২ জন আসামী পোস্তগোলায় র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

 

নিজস্ব প্রতিনিধি :

গত ১৩/০৬/২০২৫ তারিখ মো: আনোয়ার হোসেন খান সুজন (৫০) এর ডিএমপি, ঢাকার শ্যামপুর থানাধীন ১৮৩ করিমুল্লাবাগ সুজানা ট্রেডাসের্ পূর্বশত্রুতার জের ধরে আসামী মো: শফিক শিকদার (৪৬) ও মো: আরাফাত শিকদার (২৮)’সহ অপরাপর আসামীগণ উপস্থিত হয়ে পাহারাধার বাচ্চু শাহ (৭৫)’কে পাশের দোকানের চেয়ারে বেঁধে রেখে অফিস ও দোকানের তালা ভেঙ্গে নগদ ২৮,৫০,০০০/- (আটাশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ক্যাশ বক্স হতে বের করে নেয় এবং অফিসে থাকা

মূল্যবান ব্যবসার কাগজ পত্র ও চেক বহি নিয়ে নেয়। উক্ত সময় আসামীগণ ভেকু মেশিন দিয়ে অফিস ও দোকান ভাংচুর করে অনুমান ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকার ক্ষতি সাধন করে এবং ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা মূল্যমানের প্রায় ৫৫০ কেজি পিতলের ক্যাবল চুরি করে নেয়। উক্ত ঘটনায় ভিকটিম ডিএমপি, ঢাকার শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ০৭, তারিখ ১৪/০৬/২০২৫ খ্রি., ধারা- ১৪৩/৪৪৮/৩৪২/৩৮০/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

 এরই ধারাবাহিকতায় অদ্য ১৫/০৬/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার শ্যামপুর থানাধীন পোস্তগোলা কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে বর্ণিত মামলার এজাহারনামীয় আসামী ১। মো: শফিক শিকদার (৪৬), ২। মো: আরাফাত শিকদার (২৮), উভয় পিতা- মৃত রাকিব উদ্দিন শিকদার, সাং- পোস্তগোলা, থানা- শ্যামপুর মডেল, ডিএমপি, ঢাকা’দ্বয়কে গ্রেফতার করে।

 

Leave A Reply

Your email address will not be published.