ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক ও অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার ১

0 ১৯

টিকটকে পরিচয়, IMO-তে ভিডিও ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক ও অর্থ আদায়ের অভিযোগে গ্রেফতার ১

 

নিজস্ব প্রতিনিধি ঢাকা :

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ আদায়ের অভিযোগে মো. শোয়াইব (৪১)কে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

 

প্রাথমিক তদন্তে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে ভিকটিমের সঙ্গে আসামির পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে পরবর্তীতে IMO অ্যাপে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা চলতে থাকে। কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত ভিডিও কলের মাধ্যমে ভিকটিমের ঘনিষ্ঠ মুহূর্ত স্ক্রিন রেকর্ড করে সংরক্ষণ করে।

পরবর্তীতে এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। একইসঙ্গে ভিকটিমকে ব্ল্যাকমেইল করে ৮,০০,০০০ (আট লক্ষ) টাকা আদায় করে। এরপর আরও অর্থ দাবি করলে এবং ভিকটিম তা দিতে অস্বীকৃতি জানালে, অভিযুক্ত IMO অ্যাপে ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়।

ঘটনার পর ভিকটিম রামপুরা (ডিএমপি) থানার মামলা নং- ২৭, তারিখ- ২৩/০৬/২০২৫ খ্রি., ধারা- পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) ধারায় একটি মামলা রুজু করেন। এরপর ৭ জুলাই ২০২৫ তারিখে রাজধানীর ৮৭, ডিআইটি রোড, মালিবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. শোয়াইব, পিতা- বশির আহামদ ও মাতা- তাকওয়া বেগমের সন্তান। তার স্থায়ী ঠিকানা চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার শিলকুপ ইউনিয়নের মনকি চর (মোহাব্বত আলী পাড়া) গ্রামে।

Leave A Reply

Your email address will not be published.