সালমান এফ রহমান ও আনিসুল হকসহ ৯ জনকে গ্রেপ্তার
বুধবার (৯ জুলাই) তাদেরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা এসব মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত তাদের গ্রেপ্তার দেখান।
গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন, আমীর হোসেন আমু, ডা. দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।
এর মধ্যে মনিরুল ইসলাম মনুকে আট মামলায়, আনিসুল হক, আবুল হাসান, জাহাঙ্গীর আলম, পলক, শহীদুল হককে দুই মামলায়, সালমান, দীপু মনি, আমুকে এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।