মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

0 ২৮

মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

 

জেলা প্রতিনিধি রাজবাড়ী

 

মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা ও খুলনায় যুবদল নেতাকে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সাধারণ জনগণ ও রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে, বিদ্যালয় থেকে একটি মিছিল নিয়ে বিক্ষোভকারীরা প্রেসক্লাবের সামনে যান।

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার মুখপাত্র হাসিবুল ইসলাম শিমুল, যুগ্ম আহ্বায়ক মাহাদি রাকিবুল ইসলাম, এনসিপির নেতা আব্দুল্লাহ আল মামুন, শিক্ষার্থী তাহসিন আতিয়ার বিন তামিম প্রমুখ বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, মিটফোর্ডে চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। হত্যার পর তার মরদেহের ওপর বর্বর নৃত্য করেছে। এটা আইয়্যামে জাহেলিয়াতের চিত্র। বাংলাদেশের জনগণ ও ছাত্রসমাজ এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বক্তারা আরও বলেন, স্বাধীন বাংলাদেশের বুকে চব্বিশ একটি ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে। এই বাংলায় আবার কেউ যদি অতীতের মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে চায়, তবে বাংলার ছাত্র-জনতা ঘরে বসে থাকবে না। মধ্যযুগীয় কায়দায় এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

তারেক রহমানকে উদ্দেশ করে বক্তারা বলেন, আপনার দলকে আপনি সামলান। আওয়ামী লীগের পথ অনুসরণ করবেন না। যদি করেন তাহলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে।

এ সময় বক্তারা খুলনায় যুবদল নেতার হত্যারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, যুগ্ম সদস্য সচিব সাঈদুজ্জামান সাকিব, ইসলামী আন্দোলন রাজবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি আব্দুল আলীমসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নের্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.