বান্দরবানে মা’র জীবন বাঁচাতে ছেলে দিন-রাত জীবনযুদ্ধ

0 ১৫২

বান্দরবানে মা’র জীবন বাঁচাতে ছেলে দিন-রাত জীবনযুদ্ধ ও চিকিৎসা খরচ জোগাড় ব্যর্থ দুর্গম এলাকায় থোয়াইউ প্রু মারমা।(২৫)

 

বিজয় ত্রিপুরা, জেলা প্রতিনিধি বান্দরবান।
১৪ জুলাই ২০২৫

বান্দরবানের থানচিতে দুর্গম এলাকায় রেমাক্রী ইউনিয়নের পেনেডং পাড়ার বাসিন্দা। ৩ বছর আগে বাবা স্ট্রোকের কারণে মারা যান। সেই শোক কাটিয়ে না উঠতেই মায়ের ফুসফুসে ক্যান্সার ধরা পড়েছে। টাকা ধার-দেনা করে ২ বছর ধরে মায়ের চিকিৎসাও করেছেন তিনি।

পরিবারের তিন বোনের মধ্যে এক ভাই। চিকিৎসার সব দায়িত্ব যেন তার ঘাড়ে এসে পড়েছে! তার মায়ের ক্যান্সারের চিকিৎসা খরচ মেটাতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েছে থোয়াইউ প্রু মারমা(২৫) যে বয়সে তার ক্যারিয়ার নিয়ে চিন্তা করার কথা, নিজের একটা পরিবার গড়ে তোলার কথা- সেখানে তিনি চাকুরি ছেড়ে দিয়ে দিন-রাত লড়ছে জীবনের সঙ্গে, মাকে যেন বাঁচানো যায়!

কোথায় চাকুরি? কোথায় বিয়ে? কোথায় সংসার? জীবনযুদ্ধে অপরাজিত সৈনিকের মতো একাই লড়াই করছে মায়ের মৃত্যুর বিরুদ্ধে! এ যুগে এসে এরকম কতজন মায়ের জন্য নিজের আনন্দ বিসর্জন দেয়? মাকে বাঁচানোর জন্য শেষ সম্বল ভিটা মাটির জায়গা পর্যন্ত বিক্রি করে দিতে চায়?

থোয়াইউ প্রু মারমা তার মায়ের চিকিৎসার জন্য ২ লক্ষ টাকার জরুরি প্রয়োজন। মাকে বাঁচাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদন জানিয়ে থোয়াইউ প্রু লিখেছেন– রাত যতই গভীর হয়, মন ততই অন্ধকার হয়ে আসে! কেননা খুবই নিকটতম মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হতে যাচ্ছি আমরা!” সৃষ্টিকর্তা সহায় হোক

যোগাযোগ করা হলে থোয়াইউ প্রু মারমা বলেন, মায়ের ক্যান্সার বহুদিন ধরে চিকিৎসা চলছিল।কিছুটা সুস্থতা বোধ করেছেন। কয়েকদিন আগে আবারও চট্টগ্রামের হাসপাতালে কেমোথেরাপি দিয়েছি। এ মুর্হুতে মায়ের ক্যান্সারের চিকিৎসায় প্রায় ২ লক্ষ টাকা জরুরি দরকার!

তিনি আরো বলেন, বর্তমানে তার মা চিকিৎসাধীন অবস্থায় হিলভিউ ক্লিনিকে আছেন। মায়ের চিকিৎসার জন্য এ মুহুর্তে প্রায় ২ লক্ষ টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। তাই আমি সবার কাছে কম বেশি সাহায্য কামনা করছি, আপনাদের এই সাহায্যটাই এই মুহূর্তে আমার মায়ের জন্য অনেক বড় দোয়া হয়ে দাঁড়াবে।

পরিশেষে বলতে হয়,ক্যান্সারের বিরুদ্ধে এক ছেলের অদম্য লড়াই, মাকে বাঁচানোর শেষ চেষ্টায়! এই অকুতোভয় মানুষটার বিপদে পাশে দাঁড়ায় আমরাই! আপনার মা হয়তো আছেন, কিন্তু থোয়াইউ প্রু’র মা তো থেকেও যেন নেই। কেন আমরা একজন ছেলেকে মাতৃহারা করব? আমাদের চোখের সামনে কেন একজন মা ২ লক্ষ টাকার জন্য তিলে তিলে মারা যাবেন? মানবিক সহযোগিতার জন্য ক্যান্সার আক্রান্ত রোগীর ছেলে থোয়াইউ প্রু মারমা সাথে যোগাযোগ করুন– (বিকাশ- 01540391302), (রকেট- 01820335612), (নগদ- 01836181718)

Leave A Reply

Your email address will not be published.