সাংবাদিকতার ১৩ বছরে দেশকে কি দিয়েছি
সাংবাদিকতার ১৩ বছরে দেশকে কি দিয়েছি দেশ থেকে কি নিয়েছি সে ঢোলটা আর পেটাতে চাইনা।।
তার প্রমান গুগল দিবে।
নিজস্ব সংবাদদাতা :
আর যারা আমাকে কাছ থেকে চিনেজানে একমাত্র তারাই বলতে পারবে আমি কেমন।
আসছি মুল কথায় মিডিয়া অঙ্গনের বিভিন্ন টেলিভিশন কিংবা পত্রিকা হাউজের পরিচিতজন বন্ধু সিনিয়র ভাই, বোনরা যারা আমাকে নিঃস্বার্থে ভালোবাসেন।
যেমন শ্রদ্ধেয় বড় ভাই, একপ্রকার একজন অভিভাবক বলা চলে,খবর বাংলাদেশ পত্রিকার সম্পাদক জাকির হোসেন।।।
ঐ যে ১৬ তে আমার উপর দিয়ে ঝর গেলো,একমাত্র অপরাধীর বিরুদ্ধে কলম ধরার কারনে ঠিক ঐ মুহুর্তে এই জাকির ভাই দুর থেকে হলেও আমাকে সাহস যুগিয়েছেন,সাপোর্ট করেছেন, আজও এই ক্লান্তি লগ্নে সেই অভিবাবকের ন্যায় বড় ভাই পাশে দাড়িয়েছেন।
আর আমার প্রিয় আমতলীর সাংবাদিক ভাইরেরা বরাবরই নিরব ভূমিকা পালন করেছে,,কেউ গোপনে বিরোধীতা করেছে। নিয়েছে অপরাধীদের পক্ষ১৬তেও একই দৃশ্য দেখেছি।
গৃহযুদ্ধ লাগালোটা কে!
যুদ্ধ গৃহে নেই গন্ডি পেরিয়ে গোটা উপজেলার মাদককারবারী, সন্ত্রাসী,অনৈতিক কর্মকান্ডের মুলহোতা সবার সাথে এক মহা যুদ্ধ শুরু হয়ে গেছে।
আমার রাজধানীর প্রিয় সাংবাদিক ভাই ও বোনরা আমার পাশে আছেন।
ইনশাআল্লাহ আমি হার মানবোনা।
কোন কালেই অপরাধীদের কাছে মাথানত করিনি করবো না।।
যায় যাক প্রান।।
প্রশাসন থাকুক নিরব ভূমিকায়!!!
সুশীল সমাজের জনতাই আমার শক্তি, ছাত্রসমাজ আমার শক্তি , আমার শক্তি একঝাক নির্ভীক কলম সৈনিক।
আল্লাহ ভরসা,, আমি হারমানতে রাজি নই।।।
কৃতজ্ঞতা,, প্রিয় বড় ভাই জাকির হোসেন – সম্পাদক খবর বাংলাদেশ।।
কৃতজ্ঞতা প্রিয় বড় ভাই সম্পাদক এম এ মান্নান, দৈনিক নতুন বাজার। সাদী ভাই সময় টেলিভিশন, সিনিয়র স্টাফ রিপোর্টার। জয় ই বুলবুল ভাই,এশিয়ান টিভি সিনিয়র রিপোর্টার-।
শাহরিয়ার রাজ ভাই, বাংলা টিভি – স্টাফ রিপোর্টার।
এমি আপু নিউজ ২৪ ক্রাইম রিপোর্টার।
এসকে লিটন ভাই মাইটিভি মুখোশ সহ যারা আমার এই ক্লান্তি লগ্নে পাশে আছেন সবার প্রতি আমি আমরন কৃতজ্ঞ থাকবো।
সবার প্রতি অফুরন্ত দোয়া ও ভালোবাসা রইলো।।।
আমার জন্য দোয়া করবেন আর যদি সংবাদ পান আমি হেরে গেছি এ অপশক্তির কাছে জীবন তরে – কোন হামলার শিকারে, কিংবা লাশ পরে আছে রাস্তার কুলে কিংবা ঝোপঝারে। আমার মায়ের কাছে রক্ষিত একটা বই আছে কবি নজরুলের লেখা বিষের,,,ঐ বইয়ে ৪০ নম্বর পাতায় একটা ছোট নোটবুক আছে ঐ নোটবুকই আপনাদের রহস্যের দোরগোড়ায় পৌছাবে।
এগিয়ে যাক প্রিয় প্রতিষ্ঠান খবর বাংলাদেশ,,এগিয়ে চলুক টিম খবর বাংলাদেশ।
ভালো থাকুক দেশের 🇧🇩 সকল অকুতোভয় কলম সৈনিক।