নারায়ণগঞ্জের সিনিয়র সাংবদিক, সংগঠক ও ব্যবসায়ী সুলতান মাহমুদের উপর অতর্কিত হামলা
নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিনিয়র সাংবদিক, সংগঠক ও ব্যবসায়ী সুলতান মাহমুদের উপর অতর্কিত হামলা করে রক্তাক্ত জখম করে, টাকা ছিন্তাই করে চিহ্নিত সন্ত্রাসীর আকরামের নেতৃত্বে। গত ১০ জুলাই ২৫ ইং তারিখে রাত সাড়ে দশটার সময় ধর্ষন মামলা সাজা প্রাপ্ত আসামী মান্নান ভুইয়ায় নির্দেশে এই হামলা করেছে আকরাম গং।
২/৩ জন রিক্সসা ড্রাইভার এগিয়ে এসে সাংবাদিক সুলতান মাহমুদকে উদ্ধার করে মাথায় পানি ঠেলে বাসায় পৌছিয়ে দেয়। রাত সাড়ে ১১ টায় বাসায় গেলে তার ডাক্তার স্ত্রী ও মেডিক্যালে অধ্যায়নরত মেজ মেয়ে প্রাথমিক চিকিৎসা করে।
১১ জুলাই ২৫ ইং তারিখে সকালে খানপুর্ন হাসপাতালে ইমারজেন্সিতে চিকিৎসা নিয়ে ডাক্তারের পরামর্শে বাসায় রেস্ট নিয়ে রাতে নারায়ণগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করতে গিয়ে হতে হয় বিড়ম্বনার শিকার। ১১ তারিখে কর্মরত ডিঊটি অফিসার ওসি নাসিরের নির্দেশেই এই হয়রানী করেছে বলে জানা যায়। সাংবাদিক সুলতান মাহমুদ ঐদিন থানা থেকেই অভিযোগ কাকে তদন্তের দায়িত্ব দিয়েছে তা জানা যায়নি।
সুত্রমতে,ওসি নাসিরের ঘনিষ্ঠ জন প্রতারক মান্নান ভুইয়ার প্ররোচনায় সন্তাসী আকরাম সাংবাদিককে কয়েকদিন আগে হোয়াটস আপে ভয়েস ও মেসেজ পাঠিয়ে ব্লাকমেইলিং করে, চাদা দাবী করে। ঐ ঘটনার অভিযোগ নিয়ে ১০ তারিখে সদর থানায় গিয়েছিল সাংবাদিক ও সংগঠক সুলতান মাহমুদ। ফিরার পথে ওসির প্ররোচনায় মান্নানের নির্দেশে সন্ত্রাসী আকরাম সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালায় বলে জানা গেছে। ……চলবে