মামলা না নেওয়ায় ওসি নাসিরের বিচার চেয়ে আইজি’র নিকট আবেদন
অনৈতিক সুবিধা পেয়ে মামলা না নেওয়ায় ওসি নাসিরের বিচার চেয়ে আইজি’র নিকট আবেদন
নিজস্ব প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাসির আহমেদ’র অমানবিক আচরন, অনৈতিকতার বিচার চেয়ে আইজিপি ও ডিআইজি এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে বিচার দিয়েছে দিয়েছে ভুক্তভোগী শান্তা আক্তার। নারায়ণগঞ্জ সদর থানায় অভিযোগ করলে তদন্তের দায়িত্ব পায় এস আই দেলোয়ার। শান্তার আবেদনটি হুবহুব তোলে ধরা হলঃ-
১)ফখরুল হাসান(৩৮), পিতা-খলিলুর রহমান, সাং-৬৯, ডন চেম্বার (বাবুল সাহেবের বাড়ি), ১২নং ওয়ার্ড সিটি কর্পোরেশন, থানা-নারায়ণগঞ্জ সদর মডেল, জেলা-নারায়ণগঞ্জ, স্থায়ী ঠিকানা-শ্রীকাইল রোয়াচালা, থানা-মুরাদ নগর, জেলা-কুমিল্লা, ২)মান্নান ভুইয়া(৪২),পিতা-আবদুল হান্নান, সাং-আইলপাড়া,(পাঠানতুলি কবরস্থানের পাশে), থানা-সিদ্দিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, হালে মাধুবী লতা প্লাজা, চাষাড়া, থানা-নারায়ণগঞ্জ সদর ৩) ঊম্মে হাবিবা পলাশ স্বামী-অজ্ঞাত সাং-বাড্ডা থানা-বাড্ডা, জেলা-ঢাকা। ২নং ও ৩নং বিবাদীর প্ররোচনায় ও সহযোগিতায় ১নং বিবাদী আমার সাথে দীর্ঘ ৫/৬ বছর হইতে গভীর ভালবাসার সম্পর্ক গড়ে তোলে আমার জীবন নস্ট করে ও বিগত ৫/৬ বছর আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২নং ও ৩নং বিবাদীর প্রতেক্ষ্য ও পরোক্ষ সহযোগিতায় আমাকে অনেকবার বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষন করে বা শারীরিকভাবে ভোগ করে।
এর বিচারের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করিলে এস আই দেলোয়ার হোসেনকে তদন্তের দায়িত্ব দেয়। ওসি নাসির সাহেব অনৈতিক সুবিধা পেয়ে তদন্তের ১ম দিনেই আইওকে কল করে ধমকাতে থাকে কেন ফখরুলের বাসায় গিয়েছে, তাকে ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কল করে পেসার দিচ্ছে বলে অভিযোগের তদন্ত স্থগিত করে। আমি পরের দিন ওসির সাথে কথা বলতে গেলে আমাকে হয়রানী করে, অপমান অপদস্ত করে কথা বলে অস্মমান করে।
তার পরের দিন আমি নারায়নগঞ্জ জেলার এসপি সাহেবের নিকট গিয়ে ৬ ঘন্টা বসে থেকে এক সাংবাদিক ভাইয়ের সহয়তায় এসপি সাহেবের সাথে দেখা করে কথা বলি। এসপি সাহেব সাথে সাথে ওসিকে কল করে ব্যবস্থা নিতে বলে কিন্তু ওসি নাসির ব্যবস্থা না নিয়ে উল্টা আমাকে আজেবাজে কথা ও ফখরুলকে দিয়ে আমাকে নানাভবে হেনস্থা ও হয়রানী করতেছে। আমার মা নাই, আমি অসহায়, আমার জীবন নস্ট কারীর বিচার চাই, আমি স্ত্রীর অধীকার চাই। আমাকে ধোকা দিয়ে, আমাকে ৫/৬ বছর ভোগ করে কিভাবে আরেকটি মেয়েকে বিয়ে করে। আমার আত্মহত্যা ছাড়া কোন পথ নাই স্যার। আমাকে দয়া করেন, আমার অধিকার আদায়ে, ন্যায় বিচার পাওয়ার জন্য সহয়তা করবেন প্লিজ।