রাজধানী যাত্রাবাড়ী থেকে ২০০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার

0 ১৩০

*রাজধানী যাত্রাবাড়ী থেকে ২০০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি*

 

রিপোর্টার : মোঃ শহিদুল ইসলাম জনি 

ঢাকা, ২৪ জুলাই ২০২৫ খ্রি.

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২০০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-ওয়ারী বিভাগ। 

আজ (২৪ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় যাত্রাবাড়ি থানাধীন রায়েরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, বুধবার রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যাত্রাবাড়ি থানাধীন রায়েরবাগ ফুট ওভার ব্রিজের পূর্ব পাশে চট্টগ্রাম – ঢাকা মহাসড়কের উপর কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ২০০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ সাইফুলকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য রাজধানীর যাত্রাবাড়ী সহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো এইমর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে। পড়ে তাকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে ।

Leave A Reply

Your email address will not be published.