ভারতে টয়লেট নেই কিংবা শৌচাগারের সংকট
ভারতে টয়লেট নেই কিংবা শৌচাগারের সংকট অজানা নয়। এখন শোনা যাচ্ছে, শৌচাগারের অব্যবস্থাপনা নিয়ে ভুগতে হচ্ছে ভারতীয় তারকাদেরও। অভিযোগ, শৌচাগারের মতো মৌলিক প্রয়োজনের ক্ষেত্রে ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের।
নুসরাত জানান, শুধু শহরের নয়, আউটডোর শুটিংয়েও বহু অভিনেত্রীকে লজ্জাজনক অবস্থার মধ্যে পড়তে হয়। শুটিংয়ের সময় নায়িকারা বাধ্য হয়ে ঝোপঝাড়ের পেছনেও শৌচকর্ম করতেন!
শুধু শৌচাগারের বিষয়েই নয়, পুরুষ এবং নারীর মধ্যে কাজের পরবর্তী সুযোগ, পারিশ্রমিক বৃদ্ধি কিংবা স্টারডম— সব ক্ষেত্রেই থেকে যাচ্ছে স্পষ্ট বৈষম্য। নায়কের একটি হিট ছবি মানেই তার পারিশ্রমিক দ্বিগুণ, স্ট্যাটাস আরও উঁচুতে। কিন্তু নায়িকার ক্ষেত্রে- একাধিক হিটের পরেও তাকে অপেক্ষা করতে হয়, প্রমাণ করতে হয় বারবার— ক্ষোভ নুসরাতের।