জাতীয় ক্রিকেট লিগের এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট

0

জাতীয় ক্রিকেট লিগের এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট

 

ক্রীড়া প্রতিবেদক
২৮ জুলাই ২০২৫
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের আসর নিয়মিত আয়োজিত হয়ে থাকে। তবে গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সিলেটের মাটিতে সেই টুর্নামেন্টে দারুণ উত্তেজনাকর সব ম্যাচ দেখা গিয়েছিল। যা মন কেড়েছিল দেশের ভক্ত-সমর্থকদের।

এ কারণে ক্রিকেটারদের চাওয়া ছিল চলতি বছরও মাঠে গড়াক এই টুর্নামেন্ট। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে পারে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। বিসিবির চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু গতকাল রোববার টুর্নামেন্টের কিছু তথ্য জানিয়েছেন।

নান্নু বলেন, ‘গতবার তো খুব অল্প সময়ের মধ্যে করা হয়েছিল। এবার তিনটা ভেন্যু পছন্দ করা হয়েছে। গ্রাউন্ডস কমিটির কাছে টুর্নামেন্ট কমিটি ৩টা ভেন্যু চেয়েছে। সে হিসেবে টুর্নামেন্ট কমিটি আগাচ্ছে। এটা নিশ্চিত তিনটি ভেন্যুতেই হবে টুর্নামেন্ট।’

তবে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম এনসিএলের জন্য চারটি মাঠ প্রস্তুতের কথা জানিয়েছেন। তবে এর মধ্যে নেই ঢাকা কিংবা চট্টগ্রাম। এই চার ভেন্যু হচ্ছে- রাজশাহী, সিলেট, বগুড়া এবং খুলনা। এখন ৪ ভেন্যুতে একসাথে খেলা হলে সেটা হবে অনন্য এক দৃষ্টি স্থাপন। যতুটুকু জানা গেছে বিসিবি সেভাবেই চেষ্টা করছে।

গেল বছরের মতো এবারের আসরেও ৮টি বিভাগ থেকে ৮টি দল খেলবে। গেল বছরই এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পায়। বিপিএলের আগে এই টুর্নামেন্ট ক্রিকেটারদের জন্য বেশ ভালো একটা রিহার্সালও বলা চলে। এনসিএলে ভালো করলেই দেশি ক্রিকেটারদের জন্য বিপিএলে দল পাওয়ার ক্ষেত্রে সুযোগ থাকবে।

 

Leave A Reply

Your email address will not be published.